পত্র সংখ্যা: ১। ২৮.৬.১৯১৩।
"ভক্তের পত্র"হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা ওয়ার্ছী (র:)

পত্র সংখ্যা: ১। ২৮.৬.১৯১৩। 

আপনার স্বহস্ত লিখিত পত্র পাইয়া অতীব সুখী হইলাম। খোদাওন্দ করিমের অসীম দয়া। কোন ভাষা জানি না যাহাতে তাঁহার কিঞ্চিৎ মাত্র গূণ কীর্ত্তণ করিতে পারি।দয়াময়ের কার্য্যবলী ক্ষুদ্র বুদ্ধির বহির্ভূত। তাঁহার কৃপা সর্ব্বদা সকলের উপর সমভাবে প্রদর্শিত হয়, আমরা অন্ধ তাই দেখি না, বোধ-শুন্য তাই বুঝিনা। আমরা প্রতি মূহুর্তে তাঁহার যে কৃপা উপভোগ করি, তাহার কণা মাত্র সারা জীবনে পরিশোধ করিতে পারিব না। আপনি তাঁহার প্রিয় পাত্র, তাই আপনার উপর তাঁহার অসীম দয়া। সর্ব্বদা যদি তাঁহার প্রেম হৃদয়ে পোষণ করিতে পারেন, তাহা হইলে প্রকৃত সুখের অধিকারী হইবেন। সর্ব্বদা মনে রাখিবেন, আমাদের জ্ঞান সীমাবিশিষ্ট ও ভ্রমত্বক। এই জ্ঞান দ্বারা সেই অসীম জ্ঞানের অনুমান করা যায় না। তাঁহার কার্য্য প্রণালী বুঝিতে চেষ্টা করাও বাতুলতার কাজ। যাহা আমরা বুঝি না সে বিষয়ে মতামত প্রকাশ করাও অসঙ্গত। আমরা তাঁহারই সৃষ্ট, তাঁহার নিকট হইতে যখন যাহা যে ভাবে আসে, তাহা আগ্রহের সহিত গ্রহণ করা আবশ্যক। যদি মানুষ সহ্যগূণ ও ছদাকত এক্তেয়ার করে ও কুপথ হইতে বিরত থাকে তাহা হইলে প্রকৃত মহত্ব লাভ করিতে পারে। খোদাতা'লা আপনাকে পুনর্জ্জীবন দান করিয়াছেন নিশ্চয়ই ইহার গূঢ় উদ্দেশ্য আছে। আশা করি আপনার নিকট হইতে আমরা অনেক শিক্ষা পাইব ও আপনার আদর্শে অনেক চরিত্র গঠিত হইবে।