আমাদের মুর্শিদ মাওলা আঃ এর মহা পবিত্র পত্র গুলো আমাদের নিকট মহা পবিত্র বানি । এই মহা পবিত্র বানি র মধ্যে একটি পত্রে আমাদের আকা মাওলা আঃ “শান্তি ফৌজ” কথা উল্লেখ করেছেন । আমাদের আকা মাওলা তার প্রিয় সন্তান নজির সাহেব এর কাছে লিখেছেন এই ভাবে “ দয়াময় খোদা তোমার সহায় হউন । শান্তি ফৌজ কাজে লেগেছে । দুটি রাস্তা তৈরি হয়েছে। আগামী কাল্য আর দুইটির কথা । দোয়া চাই খালেছ আন্তরে”।

এই পত্র টি পাঠা করলে আমরা পরিষ্কার বুঝতে পারি, শান্তি ফৌজ নামে একটি প্রতিষ্ঠান আমার আকা মাওলা প্রতিষ্ঠা করেছিলেন এবং তা পূর্ণ ভাবে কার্যকর ছিলো। কিন্তু পরবর্তী সময় তা অনাদরে হারিয়ে যায়। এই পত্র পাঠ করার পর আমরা আমাদের আকা মাওলা আঃ এর আদেশ ক্রেমে এই শান্তি ফৌজ কে আবার উজ্জীবিত করার প্রচেষ্টা করি।

এভাবেই শান্তি ফৌজ আবার পুনঃজীবিত হয়ে তার কার্যক্রম শুরু করেছে ২০২১ সাল থেকে।