শান্তি ফৌজ কি?
শান্তি ফৌজ একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছান উল্লাহ ওয়ার্ছী (রঃ) এই প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠা করেছেন।
শান্তি ফৌজ এর কাজ কি?
শান্তি ফৌজ এর কাজ ব্যাপক ও বিস্তৃত। মুর্শিদ মাওলার বানী “স্রষ্টার এবাদত সৃষ্টের সেবা” কে বস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করাই শান্তি ফৌজ এর প্রধান কাজ।
শান্তি ফৌজ এর সদস্য কারা?
শান্তি ফৌজ আহছানিয়া সেলসেলার তরুণ ও যুবক দের নিয়ে
গঠিত একটি সংগঠন। শান্তি ফৌজ এর সদস্য দের বয়স সীমা ১২ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত।